Home » , » চিলাহাটিতে বিজিবি’র দাপট

চিলাহাটিতে বিজিবি’র দাপট

চিলাহাটি ওয়েব ডটকম : 13 December, 2018 | 3:07:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে এক বিজিবি সদস্য’র দাপটে অতিষ্ঠ এলাকাবাসী।
জেলার চিলাহাটির গোমনাতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের লতিফের ছেলে নূরনবী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তে সদ্য চাকুরী পায়। সে ছুটিতে বাড়ী এলে তার এলাকায় পোশাক পড়ে দাপটে বেড়ায়। 
সম্প্রতি সে আমেনার বাজারের অটো চালক রশিদুর কে কেতকীবাড়ী বোর্ড বাজারে তার অটো থেকে নামিয়ে ব্যাপক মারধর করলে লোকজন ঐই বিজিবি সদস্য কে আটক করে পরে বিজিবি সদস্য সবার কাছে ক্ষমা চেয়ে মুছলেকা দিলে তাকে ছেড়ে দেয় এলাকাবাসী।