Home » , » চিলাহাটিতে অগ্নিকান্ডে ৪ টি পরিবারের ঘর-বাড়ী পুড়ে ছাই

চিলাহাটিতে অগ্নিকান্ডে ৪ টি পরিবারের ঘর-বাড়ী পুড়ে ছাই

চিলাহাটি ওয়েব ডটকম : 16 December, 2018 | 10:00:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি পরিবারের প্রায় ১০ লক্ষ টাকার মালামাল ও নগদ অর্থ ভূস্মীভূত হয়েছে।
জানা গেছে, চিলাহাটির ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাষ্টার পাড়ায় আজ রবিবার সন্ধায় নুর ইসলাম এর গোলাঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
এতে আব্দুস সালাম, আজাহার আলী ও নুর ইসলামের ১১ টি ঘর,৩টি গরু, ধান, চাল, নগদ টাকাসহ মালামাল পুড়ে ছাই হয়েছে।
ডোমার থানা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্তনে আনে। ইউপি সদস্য সহিদুল হোসেন লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।