আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো,চিলাহাটি ওয়েব : নাশকতা পরিকল্পনার অভিযোগে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়ন থেকে সদর জামায়াতের আমির সোলায়মান হোসেনকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ ডিসেম্বর)গভীর রাতে ওই এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোলায়মান ঠাকুরগাঁও সদর থানার পূর্ব শাখার জামায়াতের আমির।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সোলায়মান হোসেন রাতে নিজ বাসায় বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন।
খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানান তিনি