Home » , » চিলাহাটিতে বাংলাদেশ কিন্ডার গার্ডেন ডেভ এসোশিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চিলাহাটিতে বাংলাদেশ কিন্ডার গার্ডেন ডেভ এসোশিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 09 December, 2018 | 8:45:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে আজ রবিবার বাংলাদেশ কিন্ডার গার্ডেন ডেভ এসোশিয়েশন ২০১৮ শিক্ষা বর্ষের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ ডিসেম্বর বাংলা ও গনিত এবং আগামী ১০ ডিসেম্বর ইংরাজী পরীক্ষার মধ্য দিয়ে ৫টি কিন্ডার গার্ডেন এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফিউচার ক্যান্ডেল কিন্ডার গার্ডেন এর ৬২ জন,আদর্শ শিশু বিদ্যা নিকেতন এর ১৮ জন,আমবাড়ী কিন্ডার গার্ডেন এর ১৮ জন,মিরজাগঞ্জ সেবা কিন্ডার গার্ডেন এর ৩৬ জন,কারেঙ্গাতলি কিন্ডার গার্ডেন এর ১৪ জন সর্বমোট ১৪৮ জন ছাত্র/ছাত্রী এতে অংশ গ্রহন করে।
এ প্রসঙ্গে ফিউচার ক্যান্ডেল কিন্ডার গার্ডেন এর অধ্যক্ষ আলহাজ্ব মোজাম্মেল হক বলেন, বরাবরের মতো এ বছরেও সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।