স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো, চিলাহাটি ওয়েব : দিনাজপুর প্রেসক্লাবের সম্মানীত সদস্য দৈনিক পত্রালাপের সম্পাদক ও বীরগঞ্জ-কাহারোল ১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল এমপির মাতা স্বর্গীয় নিত্য রানী শীল মস্তিস্কে রক্তক্ষরণের কারণে শনিবার সকাল সাড়ে ৮টায় এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯। তিনি স্বামী, ১ পুত্র, ১ কন্যা, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের মাতা নিত্য রানী শীলের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার, হুইপ ইকবালুর রহিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, নবরূপীর সভাপতি আব্দুস সামাদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন। সন্ধ্যা ৬টায় নিত্য রানী শীলের কেন্দ্রীয় শহরের ফুলতলা শ্মশানে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়।