Home » » ফুলবাড়ীতে ধীরেন্দ্র চন্দ্রের ৭০ বছর পার হলেও বয়স্ক ভাতা হয়নি

ফুলবাড়ীতে ধীরেন্দ্র চন্দ্রের ৭০ বছর পার হলেও বয়স্ক ভাতা হয়নি

চিলাহাটি ওয়েব ডটকম : 08 December, 2018 | 11:56:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রাজারামপুর গ্রামের ধীরেন্দ্র চন্দ্র মহন্ত (৭০) বছর পার হলেও তার ভাগ্যে মেলেনি বয়স্ক ভাতার কার্ড। ৪০ বছর ধরে বাদাম বিক্রি করে চলছে তার সংসার। শিবনগর ইউপির অনেক গরিব পরিবারের মধ্যে বয়স্ক ভাতার কার্ড হলেও ধীরেন্দ্র চন্দ্র মহন্তের ভাগ্যে মেলেনি বয়স্ক ভাতার কার্ড। ৪০ বছর ধরে কাঁধের মধ্যে বাওকার ভার বহন করে বাদাম বিক্রি করে চলছেন। প্রতিদিন প্রায় ২০ কি.মি. ঘুরে বাদাম বিক্রি করে রাত্রি ৯টায় আবার বাড়ি ফিরে যান। এই জীবিকার মাধ্যমে তার পরিবারের ৩ জন সদস্যের অন্ন সংস্থান করছেন। কিন্তু তার ভাগ্যে আদেও কি বয়স্ক ভাতার কার্ড মিলবে? ইউপি চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্যদের চোখে পড়েনা এই অসহায় পরিবারটি।