Home » » রংপুর চিনিকলে ২০১৮-১৯ মৌসুমের আখ মাড়াইয়ের উদ্বোধন

রংপুর চিনিকলে ২০১৮-১৯ মৌসুমের আখ মাড়াইয়ের উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : 07 December, 2018 | 11:43:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : গাইবান্ধার কৃষিভিত্তিক একমাত্র ভারিশিল্প কারখানা মহিমাগঞ্জের রংপুর চিনিকলে ২০১৮-১৯ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে । ৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় আখের ডোঙ্গা প্রাঙ্গনে অনাড়ম্বর দোয়া মাহফিল শেষে ডোঙ্গায় আখ নিক্ষেপনের মাধ্যমে এ বছরের মাড়াই মৌসুমের সূচনা করা হয়। দোয়া মাহফিলের পর প্রবীণ আখচাষী জিন্নাত আলী প্রধান ও একজন প্রবীণ শ্রমিক গোলাম মোস্তফার নেতৃত্বে চিনিকলের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা ডোঙ্গায় আখ নিক্ষেপনের মাধ্যমে এ মাড়াই মৌসুমের উদ্বোধন ঘোষনা করা হয়। অর্ধ শতাব্দীর প্রাচীন রংপুর চিনিকলে চলতি মৌসুমে চিনিকলের নিজস্ব খামার ছাড়াও আটটি সাবজোনের আওতাধীন ৫ হাজার ৭শ’ ৮০ একর জমিতে উৎপাদিত ৮০ হাজার মেট্রিক টন আখ ৫০ দিনে বিরামহীনভাবে আখ মাড়াই করে শতকরা ৭ হারে আহরণ করে ৫ হাজার ৬শ’ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। সুষ্ঠুভাবে চলতি আখ মাড়াই মৌসুম পরিচালনার জন্য প্রয়োজনীয় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আনোয়ার হোসেন আকন্দ। এতে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মহিমাগঞ্জ ইউপি আব্দুল লতিফ প্রধানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।