Home » » জলঢাকায় স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে এক বখাটের জেল

জলঢাকায় স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে এক বখাটের জেল

চিলাহাটি ওয়েব ডটকম : 06 December, 2018 | 11:56:00 PM

মনিরুজ্জামান লেবু জলঢাকা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর জলঢাকায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার দায়ে নয়ন ইসলাম নামে এক বখাটের ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। সে উপজেলার খুটামারা ইউনিয়ন খালিশা খুটামারা পাশারীপাড়া এলাকার নুরুল আমিন (আমিন মেম্বার) এর ছেলে। থানা সূত্রে জানা যায়, উপজেলার খালিশা খুটামারা কিশামত বটতলি এলাকার মনিবুল রহমানের মেয়ে টেংগনমারী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন যাবত মেয়েটি স্কুলে যাওয়ার পথে বিভিন্ন সময় উত্তপ্ত করত বখাটে নয়ন। ঘটনার দিন আজ বৃহস্পতিবার বিকেলে ঐ ছাত্রী কোচিং থেকে বাড়ী আসার পথে টেংগনমারী বাজারের পাশে বখাটে নয়ন মেয়েটিকে ইভটিজিং করার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে বখাটে নয়নকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেড ও জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা।