স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : দিনাজপুরে ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ ও দ্রুত বিচারের দাবীতে মহিলা পরিষদ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে।
বুধবার সকালে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান ও সাধারণ সম্পাদক ড. মারুফা বেগমের নেতৃত্বে প্রতিনিধিদল ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ ও দ্রুত বিচারের দাবীতে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলমের হাতে স্মারকলিপি তুলে দেন।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে স্মারকলিপি দেয়া হয়।
পরে শহরের মুন্সিপাড়া মহল্লায় এক সমাবেশের আয়োজন করা হয়।