Home » » কিশোরগঞ্জে ভাইস চেয়ারম্যানসহ ৩ জন গ্রেফতার

কিশোরগঞ্জে ভাইস চেয়ারম্যানসহ ৩ জন গ্রেফতার

চিলাহাটি ওয়েব ডটকম : 28 December, 2018 | 11:39:00 PM

মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শুক্রবার ১টার দিকে ভাইস চেয়ারম্যানসহ ৩ জন জামায়াত-বিএনপির নেতা কর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃতরা হল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জেলা ওলামাদলের সভাপতি মাদ্রাসা সুপার আ ন ম রুহুল আমীন, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হোসেন শহীদ সোহরার্দী (বাবু) জামায়াত কর্মি এরশাদ হোসেন ও কবিনুর ইসলাম। তাদের সবাইকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জ থানা ওসি (তদন্ত) মফিজুল ইসলাম বলেন আগামি রোববারের জাতীয় নির্বাচনে নাশকতার আশংকা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।