Home » » দিনাজপুরে শ্রমিক লীগের নির্বাচনী জনসভায়---ইকবালুর রহিম

দিনাজপুরে শ্রমিক লীগের নির্বাচনী জনসভায়---ইকবালুর রহিম

চিলাহাটি ওয়েব ডটকম : 26 December, 2018 | 11:16:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : দিনাজপুর সদর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ইকবালুর রহিম এমপি বলেছেন, গত ১০ বছরে আওয়ামী লীগ সরকার সদর আসনে সাড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছে। বেকার যুবকেরা অটো বাইক চালিয়ে সংসার চালাচ্ছে। আগামীতে তাদের কর্মসংস্থানে সরকার অগ্রণী ভুমিকা পালন করবে। সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহ্বান জানান। বুধবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দানে দিনাজপুর সদর উপজেলার ও পৌর এলাকার অন্তর্গত দিনাজপুর ইজিবাইক মালিক ও চালকদের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এমপি একথাগুলো বলেন। জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ আলাউদ্দীনের সভাপতিত্বে তিনি বলেন, দিনাজপুর পৌরসভার মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম শহরে ৬ হাজার অটো বাইকের রেজিষ্ট্রেশন করতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছে। ইজিবাইক মালিক ও চালকদের জিম্মি করে পৌরসভার নির্ধারিত রেজিষ্ট্রেশন ফির অতিরিক্ত ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত উৎকোচ গ্রহণ করেছে। ইজিবাইক চালকেরা পৌরসভার কাছে ধর্ণা দিয়ে এভাবে রেজিষ্ট্রেশন নিয়ে ইজিবাইক চালিয়ে তাদের জীবনযাপন করছেন। সেই দুর্নীতিবাজ বিএনপির-জামায়াত নেতারা বর্তমান সরকারের উন্নয়নের কথা স্বীকার করতে লজ্জা পায়। দুর্নীতিবাজদের এদেশের মানুষ চিহ্নিত করে তাদেরকে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রদানের মাধ্যমে চিরতরে রাজনীতি থেকে বিতারিত করতে আহ্বান জানান। আগামী নির্বাচনে আমি জয়ী হলে দিনাজপুর দশমাইলে অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল গড়ে তোলা হবে। এতে দিনাজপুরের ৫০ হাজার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি হবে। জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, শ্রমিক নেতা সাইফুর রাজ চৌধুরীসহ ইজিবাইকের মালিক ও শ্রমিক নেতৃবৃন্দসহ প্রমুখ বক্তব্য রাখেন।