Home » » ঠাকুরগাঁওয়ে লাচ্চি নদী খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে লাচ্চি নদী খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : 26 December, 2018 | 11:03:00 PM

আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো,চিলাহাটি ওয়েব : মৃত.প্রায় নদীর পানি প্রবাহ সৃষ্টির উদ্দেশ্যে ২৬ ডিসেম্বর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী,খাল ও জলাশয় পূন:খণণ প্রকল্পের আওতায় লাচ্চি নদীর ১২ কিমি এলাকা পূন:খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রায় ৩ কোটি ১২ লাখ ৭৯ হাজার টাকা ব্যায়ে লাচ্চি নদীর পীরগঞ্জ সরকারী কলেজ সংলগ্ন স্থান হতে ১২ কিমি. এলাকা খননের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের ঠাকুরগাঁও পওর শাখা খনন কাজ বাস্তবায়নের জন্য বিধিমোতাবেক নর্থ সার্কুলার রোডের ঠিকাদার সামশুর রহমানের সাথে চুক্তিবদ্ধ হয়ে ২৪ ডিসেম্বর ওয়ার্ক অর্ডার দেন। ২৬ ডিসেম্বর মাটি কাটা ডেজার মেশিন চালিয়ে এই খনন কাজের উদ্বোধন ঘোষনা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. একেএম কামরুজ্জামান সেলিম। এর আগে সেখানে আয়োজিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ মো. হাম্মাদুল বার,অতিরিক্ত জেলা প্রসাশক মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এডাব্লিউএম রায়হান শাহ, পীরগঞ্জ পৌরসভার মেয়র মো. কশিরুল আলম, তত্বাবধায়ক প্রকৌশলী মো.মাহাবুবার রহমান, নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী অমল কুমার সেন, নকিবুজ্জামান খান, উপ-সহকারী প্রকৌশলী সানু আহম্মেদ পমুখ।