স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : দিনাজপুরে মাদক বিরোধী অভিযানে ৩১ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৩১ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করেছে। এদের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করা হয়।
অভিযানকালে পুলিশ ৬২৫ পিস ইয়াবা, ২৭বোতল ফেন্সিডিল, ২৫পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ৩১জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।