Home » » দেশে এখনও নির্বাচনের পরিবেশ তৈরী হয়নি - পার্বতীপুরে বিএনপি’র মহাসচিব

দেশে এখনও নির্বাচনের পরিবেশ তৈরী হয়নি - পার্বতীপুরে বিএনপি’র মহাসচিব

চিলাহাটি ওয়েব ডটকম : 22 December, 2018 | 11:57:00 PM

বিশেষ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : সরকার অন্যায় ভাবে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিরোধীদলের বিরুদ্ধে ব্যবহার করছে। দেশে এখনও নির্বাচনের পরিবেশ তৈরী হয়নি। নির্বাচনকে প্রহসনে তৈরী করেছে সরকার। নির্বাচন কমিশনের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, নির্বাচন কমিশন এখন ঠুটো জগন্নাথ, তার নিজের কোন ক্ষমতা নেই। গণগ্রেফতারের বিষয়ে তিনি নিন্দা জানিয়ে বলেন, গ্রেফতার আতংকে জনগণ এখন রাতে শান্তিতে ঘুমাতে পারছেনা। তাই গণতন্ত্র রক্ষা ও দেশের মানুষকে মুক্ত করতে নির্বাচনের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেজা জিয়াকে মুক্ত করতে হবে। আজ শনিবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে উপজেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব। পথসভায় উপস্থিত ছিলেন, দিনাজপুর-৫-(পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী (প্রতীক ধানের শীষ) এ.জেড.এম রেজওয়ানুল হক, ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি খুরশিদ আলম মতি, স্থানীয় বিএনপি নেতা জাকারিয়া বাচ্চুসহ অনেকে। পরে দেশে চলমান অরাজকতা থেকে মুক্তির জন্য সকলকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সকাল থেকেই উপজেলার ১০ টি ইউনিয়নের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে কেন্দ্রীয় বাসটার্মিনালে জড়ো হতে শুরু করে। মানুষ আর মানুষ,মিছিল আর মিছিলে পথসভাটি বিশাল জনসভায় পরিণত হয়। আগতদের মধ্যে শতকরা প্রায় ৬০ ভাগই ছিলো উঠতি বয়সের যুবক। যাদের সবাই এবারেই প্রথম ভোটার হয়েছে। আধা ঘন্টার সংক্ষিপ্ত পথ সভা শেষে মির্জা ফখরুল চিরিরবন্দর উপজেলার উদ্দেশ্যে রওনা দেন।