Home » » নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

চিলাহাটি ওয়েব ডটকম : 02 December, 2018 | 11:33:00 PM

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) অাসনে মনোনয়ন পত্র জমা দেয়া ১১ জন প্রার্থীর মধ্যে ৬ জনেরই মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।আজ রোববার দুপুরে রিটার্নিং অফিসার ও নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। এ আসনে মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষিত হয়েছে, জাতীয় পার্টি থেকে সাবেক সংসদ সদস্য কাজী ফারুক কাদের ও মেজর রানা মোহাম্মদ সোহেল ( অবঃ )।বিএনপি থেকে সাবেক জেলা জামায়াতের আমীর আজিজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমজাদ হোসেন সরকার ও সতন্ত্ প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য গোলাম মোস্তফা। অসঙ্গতি ও নানাবিদ ত্রুটির কারণে যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনসার আলী মিন্টু, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা জাসদ সভাপতি গোলাম পাশা এলিচ, উপজেলা বিএনপি’র সভাপতি ও পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, মোজাম্মেল হক এবং ডা. বাদশা আলমগীর।