সাব্বির হোসেন,পঞ্চগড় প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : “এইচআইভি পরীক্ষা করুন,নিজেকে জানুন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ে আজ বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় পঞ্চগড় সিভিল সার্জন অফিস চত্বর থেকে জেলা সিভিল সার্জনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিস চত্বরে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন,পুলিশ সুপার মোহাম্মদ গিয়াস উদ্দীন আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজন,সিভিল সার্জন ডা মো.নিজাম উদ্দীন,ডা.মনসুর আলম,ডা,আফরোজা বেগম রিনা,দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম সহ জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন এনজিও প্রতিনিধিরা র্যালীতে অংশ নেন।
র্যালী শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার অয়োজন করা হয়।