Home » » ভিন্ন ভিন্ন প্রার্থীদের ভিন্ন ভিন্ন প্রতিশ্রুতি

ভিন্ন ভিন্ন প্রার্থীদের ভিন্ন ভিন্ন প্রতিশ্রুতি

চিলাহাটি ওয়েব ডটকম : 19 December, 2018 | 11:46:00 PM

আকাশ রহমান, বদরগঞ্জ প্রিতিনিধ,চিলাহািট ওয়েব : রংপুর-২ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারনা এখন তুঙ্গে। এই আসনের বিভিন্ন রাজনৈতিক দলেরর মনোনিত ১০জন প্রার্থী ৩লক্ষ ভোটারের বিপরীতে নির্বাচনে অংশ নিয়ে স্বস্ব প্রতীকের প্রচারে ব্যস্ত সময় পার করছেন। দিন ঘনিয়ে আসার সাথে সাথে তাদের ব্যস্ততা আরোও বাড়ছে। মাঠে ময়দানে প্রার্থী ও ভোটারদের এই ক্ষনস্থায়ী সৌহার্দ্য সম্প্রীতির সেতু বন্ধনে মুখোরিত হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। সেখানে ভোটারের মুখে মুখে ফুটে উঠছে এলাকার নানামুখী সমস্যার বোল এবং প্রার্থীরাও নির্বাচিত হওয়ার পর ওই সব সমস্যা সমাধানের জন্য জনগনকে নিখাঁদ প্রতিশ্রুতি দিয়ে আসছেন। শহর, বন্দও, হাট-বাজারে গণসংযোগকালে ভিন্ন ভিন্ন প্রার্থীর ভিন্ন ভিন্ন প্রতিশ্রুতি যেন জনসমুদ্রে অবিরাম ঢেউ তুলছে। যার ফলে এই আসনের ৩ লাখেরও অধিক ভোটার নির্বাচনী জোয়ারে গা ভাসিয়ে দিয়েছে। সর্বপুরি আগামী ৩০ডিসেম্বর অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন উপভোগ করার অপেক্ষা করছে তারা। এদিকে গতকাল বুধবার বদরগঞ্জ-তারাগঞ্জ সীমান্তে যমুনেশ্বরী নদীর কালার ঘাট এলাকায় স্বদল বলে গণসংযোগ করতে দেখা যায় জাসদের মনোনিত মশাল মার্কার প্রার্থী জননেতা কুমারেশ রায়কে। এ সময় তিনি সাংবাদিকদের সামনে জনগনের উদ্দেশ্যে বলেন, আমি এমপি নির্বাচিত হলে অবহেলিত তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও রাাস্তা ঘাাটের উন্নয়ন সাধন করব। সেই সাথে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত যমুনেশ্বরী নদীর উপর নির্মিত কালার ঘাট বাঁশের সাঁকোকে একটি পরিপূর্ণ ব্রীজে রুপান্তরিত করে দুই উপজেলার হাজার হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা সুগম করব।