Home » » সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রার্থী শাহিনুর ইসলামকে নিস্ক্রীয় ঘোষণা

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রার্থী শাহিনুর ইসলামকে নিস্ক্রীয় ঘোষণা

চিলাহাটি ওয়েব ডটকম : 19 December, 2018 | 11:40:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীরগঞ্জ-কাহারোল-১ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক প্রার্থীর নির্বাচনী তৎপরতা না থাকায় জাতীয় পার্টির শাহিনুর ইসলামকে নিস্ক্রীয় করে নেতাকর্মীরা মহাজোট প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষনা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির প্রার্থীর বিজয়ের কোন সম্ভাবনা না থাকায় বীরগঞ্জ-কাহারোল উপজেলা জাতীয় পার্টির প্রতিটি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী এ ঘোষনা দেন। সংবাদ সম্মেলনে তারা বলেন, দিনাজপুর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী শাহিনুর ইসলাম নির্বাচনে প্রার্থী হলেও, তার নিষ্কৃয়তা লক্ষ্য ও নেতাকর্মীদের সাথে কোন সমন্বয় না থাকায় জাতীয় পার্টির নেতাকর্মীরা শাহিনুর ইসলামের বিজয়ের কোন সম্ভাবনা দেখছেন না। ফলে যে ক’টি ভোট তিনি পাবেন, সেটি মহাজোটের ভোট নষ্ট করবে। তাই বীরগঞ্জ-কাহারোল জাতীয় পার্টির নেতা কর্মীরা সর্ব সম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে যে, তারা মহাজোটের প্রার্থীর পক্ষে থাকবেন এবং নৌকা প্রতীকের প্রার্থীর মনোরঞ্জন শীল গোপাল এর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন। তারই ধারাবাহিকতায় সংবাদ সম্মেলন করে মহজোটের প্রার্থীর নৌকার পক্ষে কাজ করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মো. নিজামুদ্দৌলা মতি, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিলন, কাহারোল উপজেলা যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, রশিদুল ইসলাম, সদস্য সচিব আনোয়ার হোসেন, বীরগঞ্জ উপজেলার সহ-সভাপতি ও পাল্টাপুর ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান মিজুসহ প্রমুখ নেতৃবৃন্দ। এদিকে মুঠোফোনে জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল প্রতীক) শাহিনুর ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, যারা আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তারা জাতীয় পার্টির কেউ নয়। কেন্দ্রীয়ভাবে আমাকে লাঙ্গল মার্কায় প্রতীক দিয়ে নির্বাচন করার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করে আমি প্রার্থী হয়েছি। আমার বিরুদ্ধে কোন কেন্দ্রীয় থেকে অভিযোগ নেই। আমার এলাকায় নির্বাচনী প্রচারনা অব্যাহত রয়েছে। তাছাড়া জাতীয় পার্টির যে সভাপতি পরিচয় দিয়েছেন তিনি জাতীয় পার্টির সভাপতি নন।