দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে বিএনপি’র সরব প্রচারনা না থাকলেও নীরবে তৃণমুলে প্রচার চালাচ্ছেন আখতারুজ্জামান মিয়া। তবে প্রচারনায় সরব রয়েছেন এ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী পররাষ্টমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
জানাগেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া দিনাজপুর-৪ আসনের চিরিরবন্দর-খানসামার বিভিন্ন এলাকায় গ্রামপর্যায়ে তৃণমূলে অল্প সংখ্যক নেতাকর্মী সাথে নিয়ে নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। সন্ধ্যা নামার পর পরই তিনি বিভিন্ন উঠান বৈঠকে যোগদান করছেন। তার পক্ষে গ্রাম এলাকা ছাড়া বড় ধরনের হাট-বাজারগুলোতে তেমন পোষ্টার ও মাইকিং লক্ষ করা যাচ্ছে না। এক কথায় খুব আস্তে পা পেলে গোপনে নির্বাচনী মাঠে প্রচারনা চালাচ্ছেন এ আসনের বিএনপি প্রার্থী। তবে নেতাকর্মীদের সাথে নিয়ে চিরিরবন্দর-খানসামার ১৮ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন মাঠ চষে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।