Home » , » চিলাহাটিতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

চিলাহাটিতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

চিলাহাটি ওয়েব ডটকম : 16 December, 2018 | 2:20:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তন কমান্ড ভোগডাবুরী ইউনিয়ন শাখা সূর্যদয়ের সাথে সাথে আতশবাজী ফুটিয়ে ৩১বার তপোধ্বনী ও জাতীর জনক বঙ্গবন্ধুর ছবিতে ফুল দেওয়ার মাধ্যমে দিনটির সূচণা ঘটায়। সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,সকাল ৯টায় বিজয় র্যালী,শহীদ মিনারে পুস্পর্পণ ও আলোচনা সভা,মিলাদ মাহফিলের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
অপরদিকে বাংলাদেশ আওয়ামীলীগ,জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিকলীগ, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ,চিলাহাটি মাচ্ছেন্ট উচ্চ বিদ্যালয়,চিলাহাটি মাচ্ছেন্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়,সানমুন কিন্ডার গার্টেন,ফিউচার ক্যান্ডেল কিন্ডার গার্টেন,ইক্বরা ইসলামী কিন্ডার গার্টেন,সানফ্লোয়ার স্কুল,সাহিত্য পত্রিকা সূর্যোদয়,অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকমসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিজয় দিবসের র্যালী বের করে।