Home » » নীলফামারীর চারটি সংসদীয় আসনে ৪৫ জনের মনোনয়ন পত্র দাখিল

নীলফামারীর চারটি সংসদীয় আসনে ৪৫ জনের মনোনয়ন পত্র দাখিল

চিলাহাটি ওয়েব ডটকম : 01 December, 2018 | 11:40:00 PM

এম এ মোমেন, নীলফামারী ব্যুরো,চিলাহাটি ওয়েব : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়ন জমার শেষ দিন বুধবার (২৮ নভেম্বর) পর্যন্ত ৪৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত তারা জেলা রির্টানিং কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার দপ্তরে এসব মনোনয়ন জমা দেন। জানা যায়, মনোনয়ন দাখিলকৃতদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ১১ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৭ জন, জাতীয় পার্টি ৬ জন, জামায়াত ৩, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ১ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) ১ জন, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩ জন, কৃষক-শ্রমিক-জনতা লীগ ১ জন, গণফোরাম ১ জন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ২ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ২ জন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ১ জন ও স্বতন্ত্র ৫ জন। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ১৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার (আওয়ামী লীগ), ড. হামিদা বানু শোভা (আওয়ামী লীগ), আমিনুল হোসেন সরকার (আওয়ামী লীগ), সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী (জাপা), রফিকুল ইসলাম চৌধুরী (বিএনপি), ন্যান্সী রহমান কবীর (বিএনপি), এ আহমেদ বাকের বিল্লাহ মুন (বিএনপি), সিরাজুল ইসলাম (বিএনএফ), জেবেল রহমান গাণি (ন্যাপ), ইউনূছ আলী (বাসদ), সাইফুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মওলানা মঞ্জুরুল ইসলাম (জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ), আব্দুর সাত্তার (জামায়াত) ও শাহ মখদুম আজম মাশরাফী (স্বতন্ত্র)। নীলফামারী-২ (সদর) আসনে ৭জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর (আওয়ামী লীগ), মো. সামসুজ্জামান জামান (বিএনপি), মনিরুজ্জামান মন্টু (জামায়াত), আতাউর রহমান বাবু (কৃষক শ্রমিক জনতা লীগ), মোছা. রাবেয়া বেগম (এনপিপি), মো. জহুরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও এজানুর রহমান (স্বতন্ত্র)। নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা (আওয়ামী লীগ), আনসার আলী মিন্টু (আওয়ামী লীগ), আব্দুল ওয়াহেদ বাহাদুর (আওয়ামী লীগ), সাবেক সংসদ সদস্য কাজী ফারুক কাদের (জাপা), মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল (জাপা), গোলাম পাশা এলিচ (জাসদ), ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট (বিএনপি), আজিজুল ইসলাম (জামায়াত), আমজাদ হোসেন সরকার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোজাম্মেল হক (গণফ্রন্ট), ডা. বাদশা আলমগীর (জাপা)। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১৩ জন প্রার্থী। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য, বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী (জাপা), আহসান আদেলুর রহমান আদেল (জাপা), কণ্ঠ শিল্পী বেবী নাজনীন (বিএনপি), সাবেক সংসদ সদস্য সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার ভজে (বিএনপি), আখতার হোসেন বাদল (আওয়ামী লীগ), ইঞ্জিনিয়ার সেকেন্দার আলী (আওয়ামী লীগ), আমেনা কহিনূর (আওয়ামী লীগ) মো. আমিনুল ইসলাম সরকার (আওয়ামী লীগ), মো. শহিদুল ইসলাম (ইসলামী আন্দোলন), আব্দুল হাই সরকার (এনপিপি), মো. মিনহাজুল ইসলাম মিনহাজ (স্বতন্ত্র) মো. ফরহাদ হোসেন সম্রাট (স্বতন্ত্র), রশিদুল ইসলাম (স্বতন্ত্র)।