Home » » বদরগঞ্জে তরুনীর সাথে প্রতারণা -অভিযোগ করে হুমকীর মুখে

বদরগঞ্জে তরুনীর সাথে প্রতারণা -অভিযোগ করে হুমকীর মুখে

চিলাহাটি ওয়েব ডটকম : 09 November, 2018 | 11:19:00 PM

আকাশ রহমান,বদরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : রংপুরের বদরগঞ্জ পল্লীতে প্রতারকের বিরুদ্ধে থানায় অভিযোগ করে মাতবরদের হুমকীর মুখে পড়েছে অসহায় এক তরুনী ও তার পরিবার। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অভিযোগ তুলে না নিলে তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার অব্যাহত হুমকীতে বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিভযোগ সুত্রে জানা যায়, উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ী কুটিপাড়া গ্রামের দিন মজুরের মেয়ের (১৪) সাথে ১বছর পুর্বে প্রতিবেশী আব্দুল মোন্নাফের ছেলে শাকিল আহম্মেদের (২২) প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই এক পর্যায় প্রেমিক শাকিল তার প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে দৈহিক মেলামেশা করার ফলে সে অন্তঃসত্তা হয়ে পড়ে। এ ঘটনার পর শাকিলের প্রেমিকা তাকে বিয়ের জন্য চাপ দিলে সে এই বিষয়টি ধামা চাপা দিতে সম্প্রতিকালে অন্যত্র গোপনে বিয়ে করে। এদিকে গত শুক্রবার (২রা নভেম্বর) তারিখে অসহায় প্রেমিকা ডাক্তারের সরনাপন্ন হয়ে পরীক্ষা নিরিক্ষা শেষে ৫মাসের অন্তঃসত্তা নিশ্চিত হয়ে গত বৃহস্পতিবার রাতে প্রতারক প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। অন্যদিকে থানায় অভিযোগ করার পর শুক্রবার সকালে গ্রামের মাতবররা বাদীর বাড়ীতে এসে অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকী প্রদান করে। এ সময় বাদীকে নষ্টা বলে আখ্যায়িত করে গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেয়। এব্যাপারে ভুক্তভোগী তরুনীর বড় বোন বলেন, গ্রামের মাতবররা আমাদেরকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে। এরই মধ্যে অভিযোগ না তুলে আমাদের ঘরবাড়ী জ্বালিয়ে দিয়ে আমাদেরকে গ্রাম ছাড়া করবে। তাদের ভয়ে আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযুক্ত শাকিল আহম্মেদ পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার পিতা আব্দুল মোন্নাফ বলেন, আমার ছেলে এমন ঘটনা ঘটিয়েছে এর উপযুক্ত প্রমান দিতে পারলে আমি ওই মেয়েকে ছেলের স্ত্রী হিসাবে ঘরে তুলে নিব। কিন্তু প্রমান দিতে না পারলে আমরাও মানহানির মামলা করব। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হাসান ডলু শাহ বলেন, বিষয়টি শুনেছি। আমি ওই ব্যাপারে মাথা ঘামাইনি। বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।