Home » » বোদায় একদিনে ২৫ গ্রামের ১৫ শত মিটারে বিদ্যুৎ সংযোগ প্রদান

বোদায় একদিনে ২৫ গ্রামের ১৫ শত মিটারে বিদ্যুৎ সংযোগ প্রদান

চিলাহাটি ওয়েব ডটকম : 08 November, 2018 | 11:25:00 PM

আমির খসরু লাবলু, পঞ্চগড় ব্যুরো,চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ও বোদা সদর ইউনিয়নের ২৫ টি গ্রামের ১৫ শত নতুন মিটারে এক দিনেই বিদ্যুত সংযোগ প্রদান করা হয়েছে। পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি ও পঞ্চগড়- ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন গতকাল বৃহস্পতিবার এসব এলাকায় বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে পৃথক দুইটি উদ্বোধনি সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যানের মধ্যে আওয়ামীলীগ নেতা ও বোদা পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা,অধ্যাপক ফারুক আলম টবি,মকলেছার রহমান জিল্লুর,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন,মশিউর রহমান মানিক ও পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম আসাদুজ্জামান বক্তব্য রাখেন। এসব এলাকায় বিদ্যুত সংযোগ প্রদান করতে ৪ কোটি টাকা ব্যয়ে ২৫ কিলোমিটার নতুন বিদ্যুত লাইন নির্মান করা হয়েছে।