Home » » কিশোরগঞ্জে আগাম আলু চাষে মড়কে দিশেহারা চাষী

কিশোরগঞ্জে আগাম আলু চাষে মড়কে দিশেহারা চাষী

চিলাহাটি ওয়েব ডটকম : 04 November, 2018 | 1:16:00 AM

মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আগাম আলু চাষে ব্যাপক হারে মড়ক দেখা দিয়েছে। একাধিকবার স্প্রে করেও কোন কাজ না হওয়ায় চাষীরা দিশেহারা হয়ে পরেছে। আগাম আলু চাষ করে এ উপজেল্রা চাষীরা লাভবান হয়ে আসছে। কিন্তু এবারে মড়ক দেখা দেয়ায় উৎপাদন লক্ষমাত্রা পূরন না হওয়ার আশংকা করছেন চাষীরা । গত বৃহস্পতিবার আলু ক্ষেতে গিয়ে দেখা যায় একটি গলিতে ৮ থেকে ১০টি করে গাছ মরে গেছে। আরও কয়েকটি আলু গাছ মরার উপক্রম হয়েছে। চাষীরা জানায় উপসহকারী কৃষি কর্মকর্তারা ও কীটনাশক ব্যবসায়ীরা যে ওষুধের লিখে দিচ্ছেন বা বলছেন সেটিই নিয়ে এসে স্প্রে করা হচ্ছে। তারপরও মড়ক প্রতি বোধ করা যাচ্ছে না। পানিয়াল পুকুর খোলাহাটি গ্রামের আলুচাষী আব্দুল কাইয়ুম,নুর ইসলাম, মোশাববর আলী বলেন আগাম আলু চাষ করে গত বছর লাভ করেছি এজন্য এবার বেশি জমিতে আগাম আলু চাষ করেছি। এভাবে মড়ক অব্যহত থাকলে ফলন উৎপাদন লক্ষ্যমাত্রা পুরন হবে না এবং লাভের পরিবতে লোকসন গুনতে হবে। উত্তর দুরাকুটি গ্রামের চাষী শামীম হোসেন বাবু বলেন এবারে ৫ বিঘা জমিতে আগাম আলু চাষ করেছি। আলু লাগানোর সময়সীমা ৪০ দিনেরও বেশি হয়েছে আর মাত্র ১৫ দিন পরেই আলু উঠানো যাবে। কিন্তু আলুর মড়ক সর্বশান্ত করে কিনা এটাই ভাবিয়ে তুলছে। উপজেলা কৃষি কর্মকর্তা এনামূল হক বলেন উপজেলায় এবারে ২ হাজার হেক্টর জমিতে আগাম আলু চাষ হয়েছে। দিন ও রাতের আবহাওয়ার তারতম্য থাকার কারনে হয়ত কিছু জমির আলু গাছ মরে যাচ্ছে।