Home »
দিনাজপুর
» দিনাজপুর-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৯ প্রার্থী
দিনাজপুর-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৯ প্রার্থী

দেলোয়ার হোসেন বাদশা,চিরিরবন্দর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ আসনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাম দলসহ মোট ৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত ২৭ নভেম্বর হতে ২৯ নভেম্বর বুধবার পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এদের মধ্যে আওয়ামীলীগ মনোনীত বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, জেলা বিএনপির সহ-সভাপতি শিল্পপতি আলহাজ্ব হাফিজুর রহমান সরকার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া জাতীয় পার্টির খানসামা উপজেলার আহবায়ক মোনাজাত চৌধুরী মিলন, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির দিনাজপুর জেলা সংগঠক এ্যাড.রিয়াজুল ইসলাম রাজু, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মিজানুর রহমান, বিপ্লবী ওয়ার্কাস পার্টির এ্যাড.সাজেদুল আলম চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের মোজ্জাফর হোসেনসহ স্বতন্ত্র প্রার্থী ইউসুফ আলী মনোনয়ন পত্র দাখিল করেন।