Home » » দিনাজপুর-৫ আসনে বিএনপি’র প্রার্থী রেজওয়ানুল হক এর মনোনয়নপত্র দাখিল

দিনাজপুর-৫ আসনে বিএনপি’র প্রার্থী রেজওয়ানুল হক এর মনোনয়নপত্র দাখিল

চিলাহাটি ওয়েব ডটকম : 28 November, 2018 | 11:21:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : উৎসব মূখর পরিবেশে একাদশ জাতীয় নির্বাচন/২০১৮ খ্রিঃ পার্বতীপুর-ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক বুধবার মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন শাহি, পৌর মেয়র আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক, অহিদুল হক সরদার,সাজেদুর রহমান,মিজান ও মাসুম। মনোনয়নপ্রত্র গ্রহন করেন সহকারী রিটার্নিং অফিসার ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহানুল হক। এর আগে সকালে পার্বতীপুর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে বিশেষ মোনাজাত করা হয়।