Home » » ঠাকুরগাঁওয়ে নৌকা মনোনয়নের দাবীতে বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁওয়ে নৌকা মনোনয়নের দাবীতে বিক্ষোভ সমাবেশ

চিলাহাটি ওয়েব ডটকম : 27 November, 2018 | 8:25:00 PM

আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁও-৩ আসনে সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইমদাদুল হককে নৌকা মার্কা মনোনয়নের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামীলীগের নেতা-কর্মীরা।
মঙ্গলবার দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বটতলায় এই সমাবেশ হয়। এতে সাবেক এমপি ইমদাদুল হককে নৌকা মার্কা মনোনয়ন দেওয়ার দাবীতে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। একই দাবীতে স্থানীয় আওয়ামীলীগ ও এর অংগ এবং সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় বক্তব্য রাখেন। উল্লেখ্য, এ আসনটি মহাজোট বা ১৪ দলকে ছেড়ে দেবার উদ্দেশ্যে আওয়ামী লীগ এ আসনটিতে নিজেদের প্রার্থীকে মনোনয়ন দেয়নি কিন্তু দীর্ঘদিন ধরে এ আসনে স্থানীয় আওয়ামী লীগ নৌকা মার্কার প্রার্থীকে মনোনয়নের দাবী করে আসছিল।