Home » » বদরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

বদরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 02 November, 2018 | 9:47:00 PM

আকাশ রহমান,বদরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : “জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের বদরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গত বৃহঃস্পতিবার (১ নভেম্বর) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি র‌্যালি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে বদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরি ডিউক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাইদুল ইসলাম, রুবিনা আকতার। আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা বোরহান রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহি, প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ারুল হক প্রমুখ। পরে আলোচনা সভা শেষে বেকার যুবকদের মাঝে আত্মকর্মসংস্থানের জন্য চেক ও সনদপত্র বিতরন করা হয়।