বিশেষ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পার্বতীপুর-ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসন এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় মনোনয়ন মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও পার্বতীপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এজেডএম রেজহাজুল হক। এসময় বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবুসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় মনোনয়ন সংগ্রহ করায় দুই উপজেলা থেকে দলীয় ও সাধারণ মানুষের পক্ষ থেকে অভিনন্দনের হিড়িক পড়েছে। বিশেষ করে পার্বতীপুরবাসীর সব চেয়ে বেশী। কারন এবারে সবার মুখে মুখে একটি শব্দ উচ্চারণ পার্বতীপুরে এমপি চাই।