Home » » গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নিহত

গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নিহত

চিলাহাটি ওয়েব ডটকম : 12 November, 2018 | 11:57:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আব্দুল হামিদ মন্ডল (৪৫) নিহত হয়েছেন। নিহত আব্দুল হামিদ গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়নের চক মানিকপুর গ্রামের হেবারত আলীর ছেলে। সে গোবিন্দগঞ্জে পল্লীবিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক ছিলেন। রোববার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হামিদ গণমাধ্যমকে বলেন, সকালে আব্দুল হামিদ ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে গোবিন্দগঞ্জ থেকে পলাশবাড়ী উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে এলে রংপুরগামী বিআরটিসি’র একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আব্দুল হামিদকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।