Home » » বিশ^বিদ্যালয় শিক্ষকদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা বিষয়ক জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত

বিশ^বিদ্যালয় শিক্ষকদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা বিষয়ক জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 12 November, 2018 | 11:52:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স (আইকিউএসি) সেলের তত্ত্বাবধানে “বিশ^বিদ্যালয় শিক্ষকদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা” বিষয়ক জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ অনুষ্ঠিত জাতীয় কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। হাজী দানেশ বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. ইউসুফ আলী মোল্লা, রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. এস এম কবির, হাবিপ্রবি’র ট্রেজারার ড. বিধান চন্দ্র হালদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি সেলের পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক সাইফ উদ্দীন দুরুদ। বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান বলেন, বিশ^বিদ্যালয় শিক্ষকদের পাশাপাশি সকলকে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা বিষয় সম্পর্কে শুধু জানলেই হবে না; তার যথাযথ প্রয়োগ করতে হবে। আপনাদের মনে রাখতে হবে একজন শিক্ষকের শুধু পাঠদানই নয় বরং তিনি একজন প্রশিক্ষক এবং একই সঙ্গে তিনি একজন পথ-নির্দেশক। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে যথাযথ নির্দেশনার কোন বিকল্প নেই। জাতীয় কনফারেন্সে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এছাড়া সকাল ৯টায় হাবিপ্রবি’র তত্বাবধায়নে হেকেপ সাব-প্রজেক্টের (সিপিএসএফ-৬০৮১) এর অর্থায়নে রসায়ন বিভাগের গবেষণাগার ও সেমিনার লাইব্রেরি উদ্বোধন উদ্বোধন এবং এক সেমিনারে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান।