Home » » বদরগঞ্জে গণতান্ত্রিক সংলাপ

বদরগঞ্জে গণতান্ত্রিক সংলাপ

চিলাহাটি ওয়েব ডটকম : 11 November, 2018 | 11:23:00 PM

আকাশ রহমান, বদরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : রংপুরের বদরগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা বলয়ে শীর্ষক গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়। 
 রবিবার সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত ওই সংলাপের আয়োজন করেন রিসার্চ ইনেশিয়েটিভস বাংলাদেশ। 
এতে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির অধিকার নিয়ে প্রশ্নত্তর পর্বের উত্তর দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ গোলাম ফারুক। 
রিবের মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিল্ট কর্ডিনেটর মোাঃ আমজাদ হোসেন, রিবের কর্মী শাহেদা হাসান, উপজেলা রিব সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সদস্য আলহাজ্ব শাহ নাজমুল, আজাদী খাতুন, নাজনিন নাহার, জীবন, মিঠুন, সাংবাদিক আমিনুল ইসলাম ফিরোজ, আলাউল হক লিয়ন প্রমুখ।