Home » » পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : 11 November, 2018 | 11:39:00 PM

বদরুদ্দোজা বুলু,পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মর্মান্তি মৃত্যু হয়েছে। 
জানা গেছে আজ রবিবার দুপুরে পার্বতীপুর শহর থেকে বাড়ী ফেরার পথে উপজেলার বেলাইচন্ডি ইউপির বাঘাচোড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মোখছেদুল ইসলাম (৩৫) তার স্ত্রী তহুরা বেগম (৩০) কে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ী ফিরছিলো। 
উপজেলার রামপুরা জোড়তাল নাম স্থানের রেলক্রসিং গেটে রেল লাইনরে উপর মোটরসাইকেলটি হঠাৎ করে বন্ধ হয়ে গেলে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
 ট্রেনটি পার্বতীপুর থেকে চিলাহাটি অভিমুখে যাচ্ছিল। নিহত দম্পতির ২টি কন্যা সন্তান রয়েছে। মরিয়ম (৬) শিশু শ্রেণিতে ও মিথিলা (১১) এবারে পিএসসি সমাপনী পরীক্ষার্থী বলে জানা গেছে।