Home » , » ষ্টেশন মাষ্টার ও টিএক্সআর এর কাটাকাটির ঘটনায় ৪৫ মিনিট ট্রেন বিলম্ব

ষ্টেশন মাষ্টার ও টিএক্সআর এর কাটাকাটির ঘটনায় ৪৫ মিনিট ট্রেন বিলম্ব

চিলাহাটি ওয়েব ডটকম : 15 October, 2018 | 4:12:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি ষ্টেশন মাষ্টার ও ট্রেন পরিক্ষক (টিএক্সআর) এর মধ্যে কথা কাটাকাটির ঘটনায় ৪৫ মিনিট বিলম্বে ট্রেন ছেড়েছে।
গতকাল রবিবার সকালে চিলাহাটি রেলওয়ে ষ্টেশনের একটি রুমের দখলকে কেন্দ্র করে ট্রেন পরিক্ষক (টিএক্সআর) ষ্ট্রেশন মাষ্টার এর মধ্যে তুমুল গোন্ডগোল হওয়ায় ষ্টেশনে চাঞ্চল্যের সৃষ্টি হলে ষ্টেশন মাষ্টার আনোয়ার হোসেন চিলাহাটি ষ্টেশন থেকে আন্তঃনগর রুপসা এক্সপ্রেক্স ট্রেনটি ৪৫ মিনিট বিলম্বে ছেড়ে দেয়।
এখানে উল্লেখ্য যে, প্লাটফর্মে থাকা একটি পুরাতন বিল্ডিংয়ের রুম দখলকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত ঘটে বলে জানা যায়।
আন্তঃনগর ট্রেন চালু হওয়ার পর এই রুমটি (পুরাতন ষ্ট্রেশন রুম) ট্রেন পরিক্ষক (টিএক্সআর) সংস্কার করে ব্যবহার করত। কিন্তু দীর্ঘদিন থেকে এই রুমটি ছেড়ে দেওয়ার জন্য ষ্ট্রেশন মাষ্টার বলে আসছে। উভয়ে রুমটি দাবী করার কারনে এ ঘটনার সূত্রপাত ঘটে বলে জানা গেছে।