Home » , » চিলাহাটিতে জেএমবি সন্দেহে আটক -৫

চিলাহাটিতে জেএমবি সন্দেহে আটক -৫

চিলাহাটি ওয়েব ডটকম : 18 October, 2018 | 5:21:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারীর চিলাহাটিতে জেএমবি সন্দেহে ৫ জনকে আটক করেছে ডোমার থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে ডোমার থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলীর নেতৃত্বে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স চিলাহাটির নিজ ভোগডাবুড়ী এলাকায় আব্দুল জলিলের বাড়ীতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- নারায়নগঞ্জ কোনাবাড়ী এলাকার দুই সহোদর বোন আব্দুস সামাদের স্ত্রী সোনিয়া বেগম (৩৫) এবং আব্দুল জলিলের স্ত্রী সুমি আক্তার (২৮), চট্রগ্রাম জেলার জোড়াগঞ্জ উপজেলার আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম (৩০), চিলাহাটি নিজ ভোগডাবুড়ী এলাকার আব্দুল জলিল (৪২) ও তার স্ত্রী রাশিদা বেগম (৩৫)।
এলাকাবাসী চিলাহাটি ওয়েব ডটকমকে জানান, সোনিয়া গত ১ মাস ধরে জলিলের বাড়ীতে অবস্থান করে এবং গত ৮/১০ দিন পূর্বে সোনিয়ার বোন সুমি ও সাইফুল তার বাড়ীতে এসে অবস্থান করছে।
আটকের সময় তাদের কাছ থেকে ১০/১২টি মোবাইল ফোন, ২০/২২টি সিম কার্ড ও বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়।