Home » » ডোমারে জাতীয়পার্টির কর্মী সমাবেশ

ডোমারে জাতীয়পার্টির কর্মী সমাবেশ

চিলাহাটি ওয়েব ডটকম : 28 October, 2018 | 2:46:00 PM

আব্দুল্লাহ আল মামুন, ভ্রাম্যমান প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডোমারে জাতীয়পার্টির কর্মী সমাবেশ ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার রাতে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে উপজেলা ও পৌর জাতীয়পার্টি,যুব সংহতি,মহিলা জাতীয়পার্টি এবং উপজেলা ও পৌর ছাত্রসমাজের আয়োজনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। পৌর জাতীয়পার্টির সভাপতি কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়পার্টির কেন্দ্রীয় সদস্য ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন আলহাজ্ব জাফর ইকবাল সিদ্দিকী। 
 দীর্ঘদিন পর কর্মী সমাবেশে আসতে পেরে নেতা-কর্মীরা উজ্জিবিত হয়ে নীলফামারী-১ আসনে সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকিকে মনোনয়নের জন্য সাবেক রাষ্ট্রপতি এরশাদের নিকট দাবী জানিয়েছেন। সভায় বিভিন্ন দলের শতাধিক নেতা-কর্মী জাফর ইকবাল সিদ্দিকির হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয়পার্টির যোগদেন।