Home » » জলঢাকায় অগ্নিকাণ্ডে ২১ টি ঘর পুড়ে ছাই

জলঢাকায় অগ্নিকাণ্ডে ২১ টি ঘর পুড়ে ছাই

চিলাহাটি ওয়েব ডটকম : 26 October, 2018 | 9:54:00 PM

মনিরুজ্জামান লেবু,জলঢাকা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর জলঢাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি পরিবারের ২১টি ঘর পুড়ে ছাই হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার কৈমারৗ ইউনিয়নের বালাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মমতাজুল ইসলাম জানান, ওই এলাকার আব্দুল হামিদের বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্র পাত হলে মুহুর্তের মধ্যেই ১২টি পরিবারের ২১টি ঘর পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের জলঢাকা ইউনিট টিম ঘটনা স্হলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হলেন, আব্দুল হামিদ, আমিনুর রহমান, মোস্তফা, হযরত আলী, বাবুল, ওবায়দুল ইসলাম, মজিবর রহমান, আব্দুর রশীদ, সুরত আলী, ফয়সাল ও সেকেন্দার আলী।