Home » » চিরিরবন্দরে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও মোনাজাত

চিরিরবন্দরে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও মোনাজাত

চিলাহাটি ওয়েব ডটকম : 09 October, 2018 | 10:55:00 PM

দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের চিরিরবন্দরে চলতি মৌসুমে বৃষ্টি না হওয়ায় কয়েকশত হেক্টর আমন ক্ষেত খরার কবলে পড়ায় হতাশ হয়ে পড়েছেন অধিকাংশ কৃষক। এ অবস্থায় বাড়তি পয়সা খরচ করে শ্যালো মেশিন ও বিদ্যুৎ চালিত সেচের উপর ভরসা করেই ফসল বাঁচানোর অবিরাম চেষ্টা চালাচ্ছেন। তাতে কাজ না হওয়ায় এখানকার কৃষকরা শেষ চাওয়া হিসেবে এলাকাবাসীকে সাথে নিয়ে বৃষ্টি না আসা পর্যন্ত প্রতিদিনই দুই রাকাত ইস্তিসকার নামাজ ও বিশেষ মুনাজাতের আয়োজন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় রাণীরবন্দর ইয়াতিমখানা মাঠে বৃষ্টির জন্য এই নামাজ ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। যতদিন বৃষ্টি নামবেনা ততদিন ইস্তিসকার নামাজ ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হওয়ার ঘোষনা দেন মুসল্লিরা । এর আগে এলাকাবাসী গত দুইদিন এই বিশেষ নামাজ অনুষ্ঠানের জন্য মাইকিং প্রচারনা চালায়। স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, চিরিরবন্দরে দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় এখানকার চলতি আমন ফসলসহ উঠতি ফসল চরম ক্ষতির মুখে পড়েছে। এ কারণে তিনি এলাকাবাসীর সাথে বৃষ্টির জন্য দুই রাকাত ইস্তিসকার নামাজ ও বিশেষ মুনাজাতে অংশগ্রহণের মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন। আরো অনেকে জানান, বৃষ্টির উপর নির্ভরশীল আমন ক্ষেতে বৃষ্টির পানি অপরিহার্য। বৃষ্টির পানি না হলে ফসলে পোকার আক্রমণ ও রোগ বালাই দেখা দিয়ে উৎপাদনে ভাটা পড়বে। মুসুল্লিরা মহান রাব্বুল আলামিনের কাছে জমিনে রহমতের বৃষ্টি বর্ষণের জন্য প্রার্থনা করেন। এ সময় অংশগ্রহণকারী কয়েকশত মানুষের আমিন আমিন ধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে। নামাজ ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হক সালাফি।