ছাদেকুল ইসলাম রুবেল ,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : মো.মনজুর কাদির মুকুল,পলাশবাড়ী(গাইবান্ধা): মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবীতে গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির নেতৃত্বে মঙ্গলবার দুপুরে জেলার ৭ উপজেলার বীর মুক্তিযোদ্ধা
,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির সর্বস্তরের স্বতঃস্ফুর্ত সন্তানদের এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শহরের ১ নং ট্রাফিক মোড় চত্বরে মানববন্ধন শেষে কোটা পুনর্বহালের দাবী ছাড়াও স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগানসহ একটি বিশাল বিক্ষোভ র্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমেবেত হয়।এসময় বীর মুক্তিযোদ্ধা এবং সন্তানসহ নাতি-নাতনিদের গগনবিদারি শ্লোগানে-শ্লোগানে গোটা এলাকা প্রকম্পিত হয়ে উঠে।
পরে দুপুরে গাইবান্ধার বিদায়ি জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল এবং দায়ীত্বপ্রাপ্ত নবাগত জেলা প্রশাসক তার কর্মদিবসের প্রথমদিন সমেবেত আন্দোলনকারীদের শান্তনাসহ তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর কোটা পুনর্বহালেরর দাবীতে স্মারকলিপি হস্তান্তর করা হয়।