মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সোনামনি আইডিয়াল কেজি স্কুলে গতকাল বৃহস্পতিবার চিত্রাংকন ও মোবাইল ফোন ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় পক্ষ্যে-বিপক্ষে ৫জন করে প্রতিযোগী অংশ নেয়। বিচারক মন্ডলী তাদের পক্ষ্যে-বিপক্ষে যুক্তি-তর্ক বিবেচনা করে বিপক্ষে অবস্থান কারিদের বিজয়ী ঘোষনা করেন।
সোনামনি আইডিয়াল কেজি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলী আকবরের সভাপতিতে বিচারক মন্ডলীতে উপস্থিত ছিলেন জনকল্যান ফোরামের সাধারন সম্পাদক সাইয়েদ হোসেন সাবুল, আব্দুল কাদের (অবঃ) শিক্ষক, সামছুল হক ভাসানী (অবঃ) শিক্ষক, সাংবাদিক শাহজাহান সিরাজ ও মোঃ মিজানুর রহমান।