Home » » দিনাজপুরে ৪২ বিজিবি কর্তৃক আটককৃত ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস

দিনাজপুরে ৪২ বিজিবি কর্তৃক আটককৃত ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস

চিলাহাটি ওয়েব ডটকম : 08 October, 2018 | 12:07:00 AM

বিশেষ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক দিনাজপুর সীমান্ত হতে আটককৃত বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল ৭ অক্টোবর রোববার সকাল ১০টায় বিজিবি দিনাজপুর সদর সেক্টর মাঠে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট মোঃ লুৎফর রহমানের উপস্থিতিতে ধ্বংসকরণের আয়োজন করা হয়। মাদকদ্রব্যর মধ্যে ছিল ভারতীয় ফেন্সিডিল ১৩২৩৮ বোতল, ভারতীয় মদ ১২০ বোতল, বাংলা মদ ৯৩ লিটার ও গাঁজা ৪ কেজি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজ্জামান আশরাফ, বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া, পিএসসি. জি+ এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গাজী নাহিদুজ্জামান. পিএসসি, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ শহীদুল্লাহ ভুইয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় বন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আটককৃত ভারতীয় মাদকদ্রব্যর আনুমানিক মূল্য ৫০ লক্ষ ৭০ হাজার ১শত টাকা।