Home » » ডোমারে ২ মাদক বিক্রেতা আটক

ডোমারে ২ মাদক বিক্রেতা আটক

চিলাহাটি ওয়েব ডটকম : 11 October, 2018 | 3:00:00 PM

বখতিয়ার ঈবনে জীবন,স্টাফ রির্পোটার, চিলহাটি ওয়েব : নীলফামারী জেলার ডোমারে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডোমার থানা পুলিশ।
গতকাল বুধবার দুপুরে ডোমার থানার এসআই আব্দুল লতিফের নেতৃত্বে এএসআই মোমিন, শাহিন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেল ষ্টেশনেওয়াসিম টুনটুনের পানের দোকানের পাশ থেকে মধ্য চিকনমাটি ষ্টেশন পাড়ার মৃত আজিজার রহমানের ছেলে জনি ইসলাম (২৮) ও পশ্চিম চিকনমাটি পল্টন পাড়ার আতিকুর রহমান দুলালের ছেলে সোহেল ইসলামকে আটক করে। এসময় তাদের কাছ থেকে হেরোইন উদ্ধার করে পুলিশ।
অফিসার ইনচার্জ মোকছেদ আলী জানান, তারা দীর্ঘদিন যাবত রেল ষ্টেশন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে এর আগের তদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। দুজনের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৯(১)এর টেবিলে ১(ক)/২৫ ধারায় মামলা নং- ০৬, তারিখ-১০/১০/১৮ দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।