Home » » ডোমারে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত

ডোমারে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 23 October, 2018 | 9:38:00 PM

আব্দুল্লাহ আল মামুন, ভ্রাম্যমান প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডোমারে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ঊপজেলা প্রশাসনের সহযোগীতায় ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগীতায় অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ডোমারের আয়োজনে দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ,এফ,এম আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণশুনানিতে অংশ নেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরন্নবীর সভাপতিত্বে রংপুর বিভাগীয় কমিশনার জয়নুর বারী,জেলা প্রশাসক নাদিয়া শিরিন ও জেলা পুলিশ সুপার আশরাফ হোসেন বক্তব্য রাখেন। গণশুনানিতে ডোমার বিদ্যুত বিভাগের বিরুদ্ধে ১১৮ টি অভিযোগ পরে।
তাছাড়া থানা, হাসপাতাল,ভুমি অফিস,সেটেলমেন্ট অফিস ও রেজিষ্ট্রি অফিসের নামে অভিযোগ উঠে। কর্মকর্তারা অভিযোগকারীদের কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এর সত্যতা জানতে চান। পরে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নির্দেশে ভুক্তভোগীদের সমস্যা মমাধানে বিবিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।