Home » » ফুলবাড়ীতে সিভিল সোসাইটি মিডিয়া ও সরকারী ব্যক্তিবর্গদেরকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে সিভিল সোসাইটি মিডিয়া ও সরকারী ব্যক্তিবর্গদেরকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 23 October, 2018 | 11:41:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধিচিলাহাটি ওয়েব : দিনাজপুরের ফুলবাড়ীতে অন রাইটস এন্ড কো-এক্সিসটেন্স ইস্যু উইথ সিভিল সোসাইটি বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার ২৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ঘউঋ) কার্যালয়ে খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দিনাজপুর এর প্রশিক্ষন কর্মকর্তা মোঃ মেসমাউল সরকার। অন্যন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পূর্ব চকমথুরাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক শ্রী প্রাণকৃষ্ণ বর্মন, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, খয়েরবাড়ী ইউপি’র আদিবাসী গ্রাম উন্নয়ন পরিষদ এর সভাপতি মোঃ মমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা উপজেলা আদিবাসী ফেডারেশনের সভাপতি জহন টুডু, এলুয়াড়ি ইউপি’র আদিবাসী গ্রাম উন্নয়ন পরিষদ এর সদস্য রবিন সরেন, দিনাজপুর অঞ্চলের আদিবাসী ফেডারেশন এর সভাপতি কমল বাস মার্ডি, নিকানুর বাসকে , ফুলবাড়ী উপজেলা আদিবাসী সমিতি’র সমন্বয়কারী কমল টিস্কু, শিবনগর আদিবাসী ফেডারেশনের সদস্য বিনয় বোসড়া, আদিবাসী গ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ আক্তার আলী, আলাদিপুর ইউপি’র আদিবাসী ফেডারেশনের সদস্য সমকিস্কু, বেতদিঘী ইউপি’র হরগোবিন্দপুর আদিবাসী ফেডারেশনের সদস্য ছোট মার্ডি ও আদিবাসী ফেডারেশনের সদস্য তুহিন মার্ডি। অন রাইটস এন্ড কো-এক্সিসটেন্স ইস্যু উইথ সিভিল সোসাইটি অংশগ্রহন সভায় সরকারী ব্যাক্তিবর্গ, সিভিল সোসাইটি, মিডিয়া, শিক্ষক, ইউপি সদস্যসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। আয়োজনে ছিলেন নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ঘউঋ) ফুলবাড়ী ইউনিট। আলোচনা সভাটি পরিচালনা করেন নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ঘউঋ) ফুলবাড়ী ইউনিটের ইউনিট ম্যানেজার নিকানর বাস্কে।