Home » » কিশোরগঞ্জে জাতীয় পাটির মনোনয়ন প্রত্যাশী আহসান আদেলুর রহমান গণসংযোগ

কিশোরগঞ্জে জাতীয় পাটির মনোনয়ন প্রত্যাশী আহসান আদেলুর রহমান গণসংযোগ

চিলাহাটি ওয়েব ডটকম : 06 October, 2018 | 11:19:00 PM

মিজানুর রহমান,কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় পাটির মনোনয়ন প্রত্যশী সাবেক জাতীয় পাটির চেয়ারম্যান আলহাজ হুসেইন মুহাম্মদ এরশাদ এর আদরের ভাগিনা,সাবেগ ভাইস-চ্যান্সেলার ও সংসদ সদস্য মরহুম ডঃ আসাদুর রহমান ও সংরক্ষিত আসনের বর্তমান সংসদ সদস্য বেগম মেরিনা রহমানের একমাত্র পুত্র , জাতীয় পাটিও কেন্দ্রী নির্বাহী কমিটির অন্যতম সদস্য আহসান আদেলুর রহমান আদেল, ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন। । শনিবার বিকেলে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে চাঁদখানা ইউনিয়ন ও কিশোরগঞ্জ উপজেলা ষ্টেডিয়ামের উন্নয়ন মেলা ও শহরের বিভিন্ন মার্কেটে গণসংযোগ করেন। এসময় তিনি জাতীয় পাটির উন্নয়নমূলক কর্মকান্ডের লিপলেট বিতরণ করেন। গণসংযোগকালে তিনি আমাদের অর্থনীতি এবং মানব বার্তা বলেন, আহসান আদেলুর রহমান আদেল বলেছেন চেয়ারম্যান আলহাজ হুসেইন মুহাম্মদ এরশাদ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জাতীয় পাটির বিকল্প নেই। জাতীয় পাটির উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে জনগণকে আবারো জাতীয় পাটির দেয়ার ভোট দেয়ার জন্য উদ্বুদ্ধ করছি। এতে সর্বস্তরের লোকজনের মাঝে ব্যাপক সাড়া মিলছে।