Home » » দিনাজপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন

দিনাজপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : 04 October, 2018 | 11:38:00 PM

ভ্রাম্যমান প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আনিসুল হক বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। কারণ আইনের শাসন না থাকলে দেশের মানুষ উন্নয়নের সুফল পায় না। বর্তমান সরকার ক্ষমতায় আসার সাথে সাথে দেশে আইনের শাসন কায়েম করেছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছে। আইনমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে নবনির্মিত দিনাজপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন ও জেলা আইনজীবী সমিতির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দিনাজপুরের জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান এমপি, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম সুজন এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোছাঃ সেলিনা জাহান লিটা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নুরুজ্জামান জাহানী, সাধারণ সম্পাদক মো. তহিদুল হক সরকার এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আয়েজ উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান এমপি। পরে তিনি দিনাজপুর জেলা আইনজীবী সমিতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আইনমন্ত্রী দিনাজপুর জেলা আইনজীবী সমিতি ভবনের জন্য এক কোটি টাকার অনুদান প্রদানের ঘোষণা দেন। এদিকে সকাল ১১টায় আইনমন্ত্রী মো. আনিসুল হক এমপি দিনাজপুর বড়মাঠে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন।