Home » » ফুলবাড়ীতে সংবেদনশীলতা বিষয়ক টিএলসিসি’র সদস্যদের কর্মশালা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে সংবেদনশীলতা বিষয়ক টিএলসিসি’র সদস্যদের কর্মশালা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 04 October, 2018 | 11:40:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ফুলবাড়ী পৌরসভার সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন “নর্দান বাংলদেশ ইন্টিগ্রেটেড ডেভলপমেন্ট প্রজেক্ট (নবিদেপ)” শীর্ষক প্রকল্পের আওতায় “সংবেদনশীলতা বিষয়ে টিএলসিসি” সদস্যদের নিয়ে একদিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৪ঠা অক্টোবর সকাল ১১ টায় ফুলবাড়ী পৌরসভার আয়োজনে পৌরসভার সভা কক্ষে পৌর সভার মেয়র মোঃ মুরতুজা সরকার মানিক এর সভাপতিত্বে সংবেনশীলতা বিষয়ে টি এল সি সি সদস্যদের নিয়ে এক কর্মশালার উদ্ভোধন করেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন পৌরসভার হাফেজ মোঃ সামেদুল ইসলাম। সংবেদনশীলতা বিষয়ে টি এল সি সি সদস্যদের নিয়ে এক দিনব্যাপি কর্মশালা অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালায় বক্তব্য রাখেন মোঃ লুৎফর রহমান, উপ-প্রকল্প পরিচালক নবিদের, দিনাজপুর অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ বজলুর রহমান রিজিওনাল টিম লিডার, জি আই সি ডি কনসালটেন্ট, নবিদেব, রংপুর অঞ্চল, মোজালাইজেশন ইস্পেশালিষ্ট সৈয়দ শওকত আলী, জিনারুল ইসলাম ফাইনান্স কনসালটেন্ট নবিদের দিনাজপুর অঞ্চল, পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী(লিমন)। এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর সভার টিমলিডার, জি আই সি ডি কনসালটেন্ট নবিদের কর্মকর্তাগণ । সকল কাউন্সিলার, মহিলা কাউন্সিলার, ফুলবাড়ী পৌরসভার সমন্বয় কমিটি টি এল সি সি’র সদস্যগণ, পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন। পুরো কর্মশালাটি পরিচালনা করেন ফুলবাড়ী পৌরসভার কোষাধ্যক্ষ মোঃ সাহার আলী (মতি)। অর্থায়নে ছিলেন বাংলাদেশ সরকার এবং জাপান (জাইকা)।