Home » » ডিমলায় উন্নয়ন র‌্যালী

ডিমলায় উন্নয়ন র‌্যালী

চিলাহাটি ওয়েব ডটকম : 30 October, 2018 | 1:26:00 PM

মাজহারুল ইসলাম লিটন,নীলফামারী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডিমলায় সাংস্কৃতিক উৎসব ২০১৮ উদযাপিত হয়েছে। অঅজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ”সৃজনে উন্নয়নে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাস্কৃতিক উৎসব ২০১৮ উপলক্ষে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভায় মিলিত হয়। 
 আলোচনা সভায় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষমোখলেছুর রহমান, ডিমলা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক, ডিমলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ।