Home » » চিরিরবন্দরে জাতীয় উন্নয়ন মেলার বর্ণাঢ্য র‌্যালী

চিরিরবন্দরে জাতীয় উন্নয়ন মেলার বর্ণাঢ্য র‌্যালী

চিলাহাটি ওয়েব ডটকম : 04 October, 2018 | 11:32:00 PM

ভ্রাম্যমান প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : “উন্নয়নের অগ্রযাত্রায়-অদম্য বাংলাদেশ” স্লোগানে ৩ দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধন উপলক্ষে চিরিরবন্দরে বর্ণাঢ্য র‌্যালী,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বর হতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, থানার অফিসার ইনচার্জ হারেসুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, প্রেসক্লাবের সম্পাদক মোরশেদ উল আলম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, আইনজীবি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ঈমাম, পুরোহিত, ধর্মীয় নেতা, পিপিজি সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। মেলায় ৪৫ টি স্টল পরিদর্শন করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।