Home » » ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভে পুলিশের লাঠি চার্জ আহত- ৫

ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভে পুলিশের লাঠি চার্জ আহত- ৫

চিলাহাটি ওয়েব ডটকম : 03 October, 2018 | 7:00:00 PM

আজম রেহমান, ঠাকুরগাঁও ব্যুরো,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁওে বিএনপির বিক্ষোভ সমাবেশ পুলিশের লাঠি চার্জ করে ভ-ুল করে দিয়েছে।এসময় পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে ৫ জন। এ সময় আল আমিন নামে এক বিএনপি কর্মীকে আটকের কথা স্বীকার করে পুলিশ। আজ বুধবার সকালে জেলা বিএনপির আয়োজনে তাদের নিজেস্ব কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ বিক্ষোভে বাঁধা দিলে এক পর্যায়ে বাগ বিত-া হয়। পরে পুলিশ ব্যানার কেড়ে নিয়ে লাঠি চার্জ শুরু করলে সমাবেশটি প- হয়ে যায়। লাঠি চার্জে বিএনপির ৫জন নেতাকর্মী আহত হয় , আহতদের সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান,সাধারণ সম্পাদক ফয়সাল আমিন,ছাত্রদলের সভাপতি কায়েস প্রসুখ। 
পুলিশের লাঠি চার্জের তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ শেষে জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে স্বারক লীপি প্রদান করা হয়। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিঞা , লাঠিচার্জ , আহত হওয়ার কথা অস্বীকার করে বলেন, বিএনপি’কে তাদের কার্যালয়ের ভিতরে সমাবেশ করার অনুমতি দেয়া হলেও তারা সেটা লংঘন করে বাইরে সমাবেশ করে গুরুত্বপূর্ণ সড়ক অবরুদ্ধ করে রাখে , সেজন্য পুলিশ বাঁধা দেয়। আল আমিনের আটকের কথা তিনি স্বীকার করেন।